তখন যন্তরমন্তরে ধর্না দিয়ে আছেন এ দেশের নারী কুস্তিগীরেরা। কুস্তিগীর ও নারী শব্দটিকে পাশাপাশি রেখে যারা দুনিয়া জয় করেছেন তাদের ন্যায়ের জন্য বসতে হয়েছে রাস্তায়। বেটি বাঁচানোর সমস্ত বুলির ভিতরের ফাঁপাটুকু সবার সামনে উঠে এসেছে। সেই সময়েই এক নতুন লড়াইয়ের খবর দিলেন মনীষা বন্দ্যোপাধ্যায়
by মনীষা বন্দ্যোপাধ্যায় | 29 June, 2023 | 1187 | Tags : Women Struggle Gandhian Politics Orissa